ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কোরআনে যে নবীর নাম সবচেয়ে বেশি বর্ণিত

কোরআনের বর্ণনা মতে, বিশেষ মর্যাদাসম্পন্ন নবী ও রাসুলদের একজন সাইয়েদুনা মুসা (আ.)। কেননা পবিত্র কোরআনে তাঁকে ‘উলুল আজম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘স্মরণ কোরো, যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমার কাছ থেকেও; নুহ, ইবরাহিম, মুসা ও মারিয়ামপুত্র ঈসার কাছ থেকেও। তাদের থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার।

’ (সুরা : আহজাব, আয়াত : ৭)

আল্লাহর সঙ্গে কথোপকথনকারী : মুসা (আ.) পৃথিবীতে বসে আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন। এ জন্য তাঁকে কালিমুল্লাহ বলা হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘মুসা যখন আমার নির্ধারিত স্থানে উপস্থিত হলো এবং তাঁর প্রতিপালক তাঁর সঙ্গে কথা বললেন, তখন সে বলল, হে আমার প্রতিপালক! আমাকে দর্শন দাও। আমি তোমাকে দেখব।

ট্যাগস :

কোরআনে যে নবীর নাম সবচেয়ে বেশি বর্ণিত

আপডেট সময় : ০১:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

কোরআনের বর্ণনা মতে, বিশেষ মর্যাদাসম্পন্ন নবী ও রাসুলদের একজন সাইয়েদুনা মুসা (আ.)। কেননা পবিত্র কোরআনে তাঁকে ‘উলুল আজম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘স্মরণ কোরো, যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমার কাছ থেকেও; নুহ, ইবরাহিম, মুসা ও মারিয়ামপুত্র ঈসার কাছ থেকেও। তাদের থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার।

’ (সুরা : আহজাব, আয়াত : ৭)

আল্লাহর সঙ্গে কথোপকথনকারী : মুসা (আ.) পৃথিবীতে বসে আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন। এ জন্য তাঁকে কালিমুল্লাহ বলা হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘মুসা যখন আমার নির্ধারিত স্থানে উপস্থিত হলো এবং তাঁর প্রতিপালক তাঁর সঙ্গে কথা বললেন, তখন সে বলল, হে আমার প্রতিপালক! আমাকে দর্শন দাও। আমি তোমাকে দেখব।